২ বারের অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু

পিভি সিন্ধু এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাম্পে

সিন্ধু বেছে নিলেন তাঁর মিক্সড ডাবলস পার্টনারকে

তবে টেনিস নয়, ২২ গজের তারকাকে নিজের পার্টনার বাছলেন

মিক্সড ডাবলসে কার সঙ্গে নামতে চান সিন্ধু, জানেন?

সিন্ধুর পছন্দের তালিকায় সবার আগে কিং কোহলি

হ্যাঁ, নিজেই আরসিবির ওয়েবসাইটে সাক্ষাৎকারে জানিয়েছেন সিন্ধু

বিরাটের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও উল্লেখ করেছেন সিন্ধু

মিক্সড ডাবলসে আরসিবির প্লেয়ারদের মধ্যে তাই বিরাটকেই বেছে নিতে চান

কোহলি ও সিন্ধুকে অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে আগে