প্রবল সমালোচনার মুখে ভারতের কিংবদন্তি অ্যাথলিট নীরজ চোপড়া
অলিম্পিক্সে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ারের পরিবারকেও করা হচ্ছে নিশানা
কেন নীরজ চোপড়া ও তাঁর পরিবারকে এভাবে আক্রান্ত হতে হচ্ছে?
ভারতে একটি জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা আয়োজন করছেন নীরজ চোপড়া
সেই প্রতিযোগিতায় অংশ নিতে নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমকে
সেই আবহেই পহেলগাঁয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নারকীয় ঘটনা ঘটেছে
তার পরেই নীরজ ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তুলে চলছে প্রবল সমালোচনা
গোটা ঘটনায় ভীষণ আহত হয়েছেন নীরজ, পরিবারকে এসবের বাইরে রাখার আর্জি জানিয়েছেন
নীরজ জানিয়েছেন, তিনি যখন আর্শাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখনও ঘটেনি পহেলগাঁও কাণ্ড
নীরজ জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আর্শাদের ভারতে আসার প্রশ্নই ওঠে না (ছবি - পিটিআই)