ক্ষতবিক্ষত

প্রবল সমালোচনার মুখে ভারতের কিংবদন্তি অ্যাথলিট নীরজ চোপড়া

ছাড় পাচ্ছে না পরিবারও

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ারের পরিবারকেও করা হচ্ছে নিশানা

নেপথ্যে কী?

কেন নীরজ চোপড়া ও তাঁর পরিবারকে এভাবে আক্রান্ত হতে হচ্ছে?

টুর্নামেন্টের আয়োজক

ভারতে একটি জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা আয়োজন করছেন নীরজ চোপড়া

আমন্ত্রণ-বিতর্ক

সেই প্রতিযোগিতায় অংশ নিতে নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমকে

পহেলগাঁও কাণ্ড

সেই আবহেই পহেলগাঁয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নারকীয় ঘটনা ঘটেছে

সোশ্যাল মিডিয়া তোলপাড়

তার পরেই নীরজ ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তুলে চলছে প্রবল সমালোচনা

ক্ষিপ্ত অ্যাথলিট

গোটা ঘটনায় ভীষণ আহত হয়েছেন নীরজ, পরিবারকে এসবের বাইরে রাখার আর্জি জানিয়েছেন

অকাট্য যুক্তি

নীরজ জানিয়েছেন, তিনি যখন আর্শাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখনও ঘটেনি পহেলগাঁও কাণ্ড

বাতিল আমন্ত্রণ

নীরজ জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আর্শাদের ভারতে আসার প্রশ্নই ওঠে না (ছবি - পিটিআই)