১৬ আগস্ট, ২০০১ সালে জন্ম হয়েছিল লক্ষ্য সেনের উত্তরাখণ্ডের আলমোরায় জন্ম হয়েছিল লক্ষ্য সেনের লক্ষ্যর ঠাকুরদা সি এল সেন ন্যাশনাল পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছিলেন লক্ষ্যর ভাই চিরাগ সেনও ব্যাডমিন্টন প্লেয়ার ও বাবা ডি কে সেন একজন ব্যাডমিন্টন কোচ উত্তরাখণ্ডের বীরসেবা সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়েছেন লক্ষ্য অসংখ্য জুনিয়র ন্যাশনালস খেতাব লক্ষ্য জিতেছেন তাঁর কেরিয়ারে ২০১৬ সালে জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়, কমনওয়েলথ ২০২২ সালে পদক জেতেন থমাস কাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লক্ষ্য টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থানেই শেষ করতে হয় লক্ষ্যকে এবারই প্রথম অলিম্পিক্সের মঞ্চে খেলতে নেমেছিলেন এই তরুণ শাটলার