প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিস মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্ম হয়েছিল প্যারা শ্যুটার রুবিনার শ্যুটিংয়ে রুবিনার প্রতিভার খোঁজ পেয়েছিল গ্লোরি শ্য়ুটিং অ্য়াকাডেমি জি এস কলেজ অফ কর্মাস থেকে ইকনমিক্সে স্নাতক পাশ করেন রুবিনা রুবিনা বলেছিলেন, 'স্কুলের পাশাপাশি আমি শ্যুটিংয়ে নিজের কেরিয়ার গড়তে চাইছিলাম' ফাইনালের শুরু থেকেই সোনা জয়ের অন্য়তম দাবিদার ছিলেন রুবিনা এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারে জাভানমারডি সোনা জিতেছেন ২৩৬.৮ স্কোর করে রুবিনার বাবা পেশায় একজন মেকানিক ছিলেন টোকিও প্য়ারালিম্পিক্সে ফাইনালে সপ্তম স্থান অধিকার করেছিলেন রুবিনা