বিয়ে করতে চলেছেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী পি ভি সিন্ধু
বাগদান পর্ব সম্পন্ন, ২২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা
সিন্ধুর হবু স্বামী বেঙ্কট দত্ত সাই হায়দরাবাদেরই বাসিন্দা
সিন্ধুর বাবা রমান্না জানিয়েছেন, দুই পরিবারের ঘনিষ্ঠতা ছিল অনেকদিন ধরেই
বেঙ্কট দত্ত সাই আইটি দুনিয়ায় কর্মরত
পসিডেক্স টেকনোলজিসের এগকিউটিভ ডিরেক্টর বেঙ্কট দত্ত সাই
২০১৮ সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও ফিনান্সে বিবিএ করেন সিন্ধুর হবু বর
বেঙ্গালুরুর ইন্টারন্যাশানল ইনস্টিটিউট অফ আইটি থেকে ডেটা সায়েন্স ও মেশিন লার্নিংয়ে স্নাতোকত্তর করেন বেঙ্কট
একটা সময় আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও কাজ করেছেন বেঙ্কট দত্ত সাই
সিন্ধু ও বেঙ্কটের বিয়ের আসর বসছে উদয়পুরে