ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল চর্চিত ছবি 'জওয়ান'। তবে কিং খান যে কোনও সময়ই খবরের শিরোনামে থাকতে অভ্য়স্ত। তবে ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বী থাকলেও তাঁর বন্ধুর সংখ্য়াও নেহাত কম নয়। তবে সম্প্রতি নিজের 'বেস্ট ফ্রেন্ড' বলে বলিউড বাদশা নাম করলেন অন্য় এক অভিনেত্রী। খানেই শেষ নয়, তিনি জানালেন এই অভিনেত্রীই তাঁকে হাতে ধরে অভিনয় শিখিয়েছিলেন। কথা বলছি অভিনেত্রী দিব্য়া শেঠের। ১৯৮৮ সালে শাহরুখের সঙ্গে নাটক 'দিল দরিয়া'তে অভিনয় করেছিলেন তিনি। দিব্য়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে বলিউউ বাদশা লেখেন, আমার সবচেয়ে ভাল বন্ধু দিব্যা, যিনি আমাকে অভিনয় শিখিয়েছিলেন। থিয়েটার করার সময় শাহরুখ এবং দিব্যার মেন্টর ছিলেন ব্যারি জন। শাহরুখ মাঝে মধ্য়েই বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর কথা উল্লেখ করেন। শাহরুখ খানের প্রিয় বন্ধু দিব্যা শেঠকে দর্শক দেখেছে টেলিভিশন, সিনেমা ও বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করতে। দিব্যা শেঠ তাঁর যাত্রা শুরু করেছিলেন টিভি সিরিয়াল 'হাম লগ'-এর হাত ধরে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল মাঝলি।