‘অ্যাভেঞ্জার্স’কে টেক্কা দিতে ভরসা হিন্দু পুরাণ পর পর ফ্লপ ছবির পর ভাগ্য সহায় হবে! নাকি অপেক্ষা করছে ব্যর্থতা, তা নিয়ে জল্পনা তুঙ্গে তবে কেরিয়ারের মরা গাঙে জল টানতে মরিয়া অবস্থা তাই ‘ব্রহ্মাস্ত্র’র উপরই বাজি ধরছেন রণবীর কপূর মুখ্যচরিত্রে রণবীর-আলিয়া, এছাড়াও মৌনী রায়, নাগার্জুন শাহরুখ খানকেও অতিথি চরিত্রে দেখা যেতে পারে হইহই করে তাই ছবির প্রচারে রণবীর সঙ্গে পেলেন নাগার্জুনকে, ‘বাহুবলী’ এসএস রাজামৌলিও মায়ানগরী নয়, প্রচারে ত্রয়ীর দেখা মিলল চেন্নাইয়ে