বর্ষা বঙ্গে আসতেই ফের ডেঙ্গির আশঙ্কা



ডেঙ্গি মোকাবিলায় এবার নয়া পন্থা নিল রাজ্য সরকার



চিকিৎসায় যাতে প্লেটলেটের ঘাটতি ঠেকাতে জারি করা হয়েছে গাইডলাইন



প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নিচে গেলে তবেই তাকে প্লেটলেট দেওয়া যাবে



প্লেটলেট কাউন্ট ১০ - ২০ হাজারের মধ্যে থাকলে, রক্তপাত হলে তবে প্লেটলেট দেওয়া হবে



প্লেটলেট এর প্রয়োজন থাকলে প্রেসক্রিপশনে কোন গ্রুপের প্লেটলেট উল্লেখ করতে হবে



রাজ্যের ২৭ টি জেলা এবং স্বাস্থ্য জেলাতেই প্লেটলেট সরবরাহের ব্যবস্থা থাকছে



৫৭ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে প্লেটলেট সরবরাহের ব্যবস্থা রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর