এডেলউইস মিউচুয়াল ফান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রাধিকা গুপ্তা। বিদ্রুপ, প্রত্যাখ্যান পেরিয়েই সাফল্যের দিশা পেয়েছেন তিনি।
ছবি- ইনস্টাগ্রাম


ছোটবেলা থেকেই তাঁর ঘাড়টা জন্মগত ত্রুটির কারণে খানিক বাঁকা, আর তা নিয়ে মানুষজনের কাছে হাস্যাস্পদ হয়েছেন রাধিকা।
ছবি- ইনস্টাগ্রাম


বাবা ছিলেন সরকারি আমলা। কাজের সুবাদে তাই কখনও পাকিস্তান, কখনও নিউ ইয়র্ক আবার কখনও দিল্লিতে থাকা।
ছবি- ইনস্টাগ্রাম


নাইজেরিয়ার একটি স্কুলে তাঁকে নিয়ে হাসাহাসি করত তাঁর সহপাঠী বন্ধুরা।
ছবি- ইনস্টাগ্রাম


মেয়ে হিসেবে রাধিকা কেন এত কুৎসিত ? এই প্রশ্নই সব সময় তাড়া করে বেড়াত তাঁকে।
ছবি- ইনস্টাগ্রাম


সাত সাতবার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি রাধিকা।
ছবি- ইনস্টাগ্রাম


অসহ্য মানসিক যন্ত্রণায় জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেন রাধিকা, গুরুতরভাবে আহত হন।
ছবি- ইনস্টাগ্রাম


অষ্টম ইন্টারভিউতে চাকরি পান ম্যাকেন্সি কোম্পানিতে। সেই শুরু।
ছবি- ইনস্টাগ্রাম


তারপর সেই চাকরি ছেড়ে ভারতে এসে শুরু করেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সাফল্য এসে ধরা দেয় রাধিকার কাছে।
ছবি- ইনস্টাগ্রাম


এখানেই ক্রমে ক্রমে সিইও হয়ে ওঠেন রাধিকা গুপ্তা। মাত্র ৩৩ বছর বয়সে সিইও!
ছবি- ইনস্টাগ্রাম


অনেকেই তাঁকে বলেন, 'A woman with broken neck'।
ছবি- ইনস্টাগ্রাম


রাধিকা বলেন, 'জীবনে পতন থাকবেই। তবু এগিয়ে যেতে হবে। কারণ দ্য শো মাস্ট গো অন।'
ছবি- ইনস্টাগ্রাম