কুমড়ো হজম করাটা একটু কঠিন।
তেলে ভেজে কুমড়ো খাওয়ার কোনও উপকারই নেই।
কুমড়ো খেলে রক্তে শর্করার মাত্রা কমে।
বেশি মাত্রায় খেলে রক্তে শর্করার হার বেশিই কমে যেতে পারে।
যাঁদের বিপি হাই, তাঁরা খেতে পারেন কুমড়ো সিদ্ধ।
রক্তচাপ বেশি কমে যেতে পারে।
বেশি পরিমাণে কুমড়ো খেলে ওজন বাড়তে পারে।
ক্লান্তি, মাথা ঘোরা, ইত্যাদির সমস্যায় এড়িয়ে চলুন কুমড়ো খাওয়া।
কুমড়োর বীজে মাথা ব্যথা, চুলকানি, ফুসকুড়ি, শ্বাস নিতে সমস্যা হয় অনেকের।
হিতে বিপরীত হতে পারে।