উইম্বলডনে ফের চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ, ফাইনালে হারালেন নিক কিরিয়সকে অস্ট্রেলিয়ার নিক কিরিয়সকে চার সেটের লড়াইয়ে হারিয়ে দেন জকোভিচ এই নিয়ে কেরিয়ারে সপ্তমবার উইম্বলডনে খেতাব জিতলেন নোভাক খেলার ফল জকোভিচের পক্ষে ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬ এই নিয়ে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন জকোভিচ সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় এবার জোকারের সামনে শুধু নাদাল (২২) অস্ট্রেলিয়ার নিক কিরিয়স এই প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন জকোভিচের নিঁখুত টেকনিক ও অভিজ্ঞতার সামনে হারতে হল কিরিয়সকে এই নিয়ে টানা চারবার উইম্বলডনে খেতাব ঘরে তুললেন জকোভিচ উল্লেখ্য, সর্বাধিক ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছিলেন সার্বিয়ান তারকা