সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনায় যাঁরা লগ্নি করেছেন, তাঁদের জন্য বড় খবর। এই প্রকল্পে বড় বদল ঘটানো হয়েছে, যার প্রভাব সরাসরি আপনার ওপর পড়বে।

কন্যাসন্তানের জন্য প্রকল্প

সুকন্যা সমৃদ্ধি যোজনায় লগ্নি করে কন্যাসন্তানের জন্য একটা বড় তহবিল তৈরি করা যায়। এই প্রকল্প চালু করছে কেন্দ্র সরকার, এর মাধ্যমে কন্যাসন্তানদের পড়াশোনা বা বিয়ের জন্য সহজেই বেশ কিছু অর্থ মিলবে।

পাঁচ পরিবর্তন

কিন্তু এই প্রকল্পে পাঁচটি বড় পরিবর্তন করা হয়েছে। দেখে নেওয়া যাক এই পরিবর্তনগুলি।

অ্যাকাউন্ট আপডেট

এর আগে এই প্রকল্পের নিয়ম ছিল, কন্যাসন্তান ১০ বছর হওয়ার পর অ্যাকাউন্ট আপডেট করতে পারে। কিন্তু এখন ১৮ বছর হওযার পর এই অ্যাকাউন্ট আপডেট করতে পারবে।

ডিফল্ট

এই প্রকল্পের জন্য প্রতি বছর কমপক্ষে বছরে আড়াইশো টাকা জমা দেওয়া আবশ্যক। তা না করলে এই খাতা ডিফল্ট মনে করা হবে।

সুদের হার

নতুন নিয়ম অনুসারে অ্যাকাউন্ট ফের অ্যাক্টিভ না করা হলে ম্যাচিওর হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে জমা অর্থের ওপর চালু হার অনুসারে সুদ মিলতে থাকবে।

আগে যা ছিল

এর আগে ডিফল্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে প্রযোজ্য হার অনুসারে সুদ মিলত।

আয়কর

এর আগে এই প্রকল্পে ৮০ সি ধারায় আয়কর ছাড়ের সুবিধা মিলত। কারুর ২ কন্যাসন্তান থাকলে আয়কর ছাড় মিলত। কিন্তু তৃতীয় কন্যাসন্তানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যেত না।

যমজ কন্যা

নতুন নিয়মে যদি প্রথম কন্যার পর যমজ কন্যা হয়, তাহলে ওই দুজনেরও অ্যাকাউন্ট খোলার সংস্থান থাকছে।

অ্যাকাউন্ট ক্লোজ

এই প্রকল্পের আওতায় খোলা অ্যাকাউন্ট দুটি পরিস্থিতিতে ক্লোজ করা যেতে পারে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্য ও কন্যার বাসস্থান বদল হলে অ্যাকাউন্ট বন্ধ করা যায়।