যেন পাশের বাড়ির ছেলেটি, অথচ মাথায় আস্ত সাম্রাজ্য তিনি গুগল CEO সুন্দর পিচাই, আজ তাঁর জন্মদিন তামিলনাড়ু থেকে সিলিকনভ্যালি, মুখচোরা স্বভাব আজও যায়নি ১৯৭২ সালের ১০ জুন জন্ম, বাবা ইঞ্জিনিয়ার, মা স্টেনোগ্রাফার উচ্চশিক্ষার স্বপ্ন ছিল বরাবরই, বাড়িতে টিভি, ফোনও ছিল না খড়গপুর আইআইটি-তে প্রেম, পরে বিয়ে, সন্তান অঞ্জলির সঙ্গে ২০১৪ সালে গুগল-এ যোগদান, ২০১৫ সালে সটান সিইও সম্পত্তির প্রায় ১৫০ কোটি ডলারের, বর্তমানে আমেরিকা নিবাসী ছোটবেলায় ক্রিকেটার হতে চাইতেন, বলিউড ছবি খুব পছন্দের স্ত্রী অঞ্জলিও কৃতী, যাকে বলে বিজনেস উওম্যান