শিল্প থেকে সংস্কৃতি, লোকনৃত্য-লোকগান! রাজ্য বদল হলেই বদলে যায় সব শুধু ভারত কেন, লোকসংস্কৃতির নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে বিশ্বের সর্বত্র। এই সবই এক ছাদের তলায় এসে উপস্থিত হয়েছে হরিয়ানার। হরিয়ানার সুরজকুণ্ডে ফেব্রুয়ারি মাসে চলছে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা। বস্ত্র, সংস্কৃতি, পর্যটন মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের সহায়তায় হরিয়ানার পর্যটন দফতর আয়োজন করেছে। ৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই মেলা। একধিক জাতীয় ও আন্তর্জাতিক লোকশিল্পী ওপেন-এয়ার থিয়েটারে গান ও নাচ পরিবেশন করবেন। ২০১৩ সালে এই মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করা হয়। মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বিভিন্ন রাজ্যের বাসিন্দা, বিদেশিরাও রয়েছেন এখানে। মেলায় রয়েছে বিভিন্ন প্রদেশের খাবারের পসরা।