বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র প্রয়াত, বয়স হয়েছিল ৮৯ বছর

Published by: ABP Ananda
Image Source: @pinterest

ধর্মেন্দ্রর জন্মদিন ৮ ডিসেম্বর। ১৯৩৫ সালে জন্ম। আর কয়েকদিন পরেই ছিল ৯০ বছরের জন্মদিন।

Image Source: @pinterest

ধর্মেন্দ্রর আসল নাম ধরম সিং দেওল ছিল। চলচ্চিত্র জগতে এসে নিজের নাম পরিবর্তন করেন।

Image Source: @pinterest

ধর্মেন্দ্র তার ছয় দশকের কর্মজীবনে ৩০০টির বেশি ছবিতে কাজ করেছেন

Image Source: @pinterest

১৯৬০ সালে অভিনেতা 'দিল ভি তেরা হাম ভি তেরে' সিনেমা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন।

Image Source: @pinterest

পর্দায় তিনি কখনও রোমান্টিক নায়ক, কখনও অ্যাকশন হিরো।

Image Source: @pinterest

ধর্মেন্দ্রর পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও আলোচনায় ছিল

Image Source: @pinterest

ধর্মেন্দ্রর প্রথম বিবাহ ছিল প্রকাশ কউরের সঙ্গে। পরে বিয়ে হেমা মালিনীর সঙ্গে ।

Image Source: @pinterest

হেমা ধর্মেন্দ্রর জুটি সিনেপ্রেমী দর্শকের কাছে বরাবরের পছন্দের।

Image Source: @pinterest

কিংবদন্তী তারকার প্রয়াণে আজ শোকের ছায়া সিনেজগতে।

Image Source: @pinterest