পিরিয়ডসের সময় তলপেটে, কোমরে যন্ত্রণা হলে তার থেকে কিছুটা আরাম পেতে খেতে পারেন বিভিন্ন ধরনের ভেষজ চা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জোয়ান দিয়ে জল গুটিয়ে খেলে, জোয়ান, মৌরি এবং মেথি ভেজানো জল খেলে ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আদা দিয়ে চা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হল পিরিয়ডসের ব্যথা কমা। এই পানীয় খেলে আরাম পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাতে ভাল ঘুম হওয়ার জন্য অনেকেই ক্যামোমাইল টি খেয়ে থাকেন। এই বিশেষ চা খেলে পিরিয়ডসের ব্যথায় আরাম পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পুদিনা পাতা দিয়ে তৈরি ভেষজ চা খেলেও পিরিয়ডসের ব্যথায় আরাম পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেশ কিছু ফল-সবজির রস খেলেও আরাম পাওয়া যায় পিরিয়ডসের ব্যথার সময়। এই তালিকায় রয়েছে গাজরের রস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এখন শীতকাল। বাজারে প্রচুর কমলালেবু পাওয়া যাচ্ছে। পিরিয়ডসের ব্যথা হলে কমলালেবুর রসও খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আনারসের রস খেলেও আরাম পাওয়া যায় পিরিয়ডসের ব্যথায়। তাই এই ফলের রসও রাখতে পারেন তালিকায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দারচিনি দিয়ে চা ফুটিয়ে খেলেও আপনি পিরিয়ডসের ব্যথার সময় আরাম পেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরম দুধে হলুদ মিশিয়ে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এই পানীয় খেলে পিরিয়ডসের সময় পেটে ব্যথাও কমতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels