গুজরাত টাইটান্সে বাংলার ঋদ্ধিমান সাহা, আজ সুযোগ মিলবে? গুজরাত টাইটান্সের নেতৃত্বে হার্দিক পাণ্ড্য পাঞ্জাবের পর এবার লখনউ সুপারজায়ান্টস দলের নেতৃত্বে কে এল রাহুল তরুণ লেগি রবি বিষ্ণোইও চমক দেখাতে পারেন লখনউয়ের জার্সিতে গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে শুভমন গিলকে লখনউয়ের জার্সিতে দেখা যাবে ফর্মে থাকা আবেশ খানকে গুজরাত টাইটান্সের পেস বোলিংয়ের নেতৃত্বে মহম্মদ শামি হার্দিক গুজরাতে হলেও দাদা ক্রুণাল লখনউয়ের হয়ে খেলবেন পেসে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রস্তুত গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন রাজ্য দলে বন্ধু, লখনউয়ের মিডল অর্ডারে রাহুলের ভরসা মণীশ