২৮ বছরে পা দিলেন টলিউড অভিনেত্রী মধুমিতা, আর তাঁর জন্মদিন। সিনেমা নয়, ধারাবাহিক থেকেই কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকই ধারাবাহিকের মুখ্যচরিত্রে কাজ শুরু করেন মধুমিতা। ছোট থেকেই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার হয়ে মডেলিং করতেন তিনি, তবে বজায় থাকত পড়াশোনাও। যশ দাশগুপ্তের সঙ্গে মধুমিতার জুটি জনপ্রিয় হয়েছিল, সেসময়ে তাঁদের ডাকা হত অরণ্য ও পাখি বলেই। ধারাবাহিকের সূত্র ধরেই সৌরভ চক্রবর্তীর সঙ্গে মধুমিতার আলাপ, তারপর প্রেম-বিয়ে। বিয়ের কয়েক বছরের মধ্যে অবশ্য সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মধুমিতার। ধারাবাহিক থেকে ধীরে ধীরে অভিনয়ে পা রাখেন মধুমিতা, করেছেন একাধিক ছবি-ওয়েব সিরিজও। আপাতত তেলুুগু ছবিতে কাজ করছেন মধুমিতা।