'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে যেমন আলিয়া ভট্ট পা রাখেন বলিউডে, তেমনই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' দিয়ে আত্মপ্রকাশ হয় তারা সুতারিয়ার ইতিমধ্যেই বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তারা সুতারিয়া, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য তাঁকে প্রথমবার দেখা যায় ২০০৯ সালে 'এন্টারটেনমেন্ট কে লিয়ে কুছ ভি করেঙ্গে' নামের শো-তে প্রতিযোগী হিসেবে ভিডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেন তারা সুতারিয়া, 'বিগ বড়া বুম' নামের একটি শো-তে তাঁকে ভিডিও জকি হিসেবে দেখা যায় 'দ্য স্যুট লাইফ অফ করণ অ্যান্ড কবীর', 'দ্য স্যুট লাইফ অফ জ্যাক অ্যান্ড কডি' নামের জনপ্রিয় শো-তে অভিনয় করেন শুধু গানেই দক্ষ নন তারা সুতারিয়া, তার সঙ্গে তিনি নাচেও দক্ষ 'তারে জমিন পর', 'গুজারিশ'-এর মতো বহু ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে গান গেয়েছেন তিনি শোনা যায়, সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে সম্পর্কে ছিলেন, এছাড়াও ইশান খট্টরের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় বর্তমানে তিনি সম্পর্কে রয়েছেন রণবীর-করিনার ভাই আদর জৈনের সঙ্গে, কপূর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায় তাঁকে তারা সুতারিয়াকে শীঘ্রই দেখা যাবে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে, ই ছবিতে তাঁকে দেখা যাবে অর্জুন কপূরের বিপরীতে