Image Source: pixabay

অফিস বা বাড়ি, দৈনন্দিন কাজে ব্যবহার হয় কম্পিউটার। কিন্তু দ্রুত কাজ করার এই যন্ত্রই মাঝেমাঝে আস্তে কাজ করে। তখন বেড়ে যায় সমস্যা।

Image Source: pixabay

কখনও চালু হতে অনেক সময় নেয়। কখনও কাজই করা যায় না। এতটাই ধীর গতির হয়ে যায়।

Image Source: pixabay

এমন হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। CPU Usage খুব বেশি হলে। স্টোরেজ কম থাকলে, কম্পিউটারের গতি কমিয়ে দেয়।

Image Source: pixabay

এমনটা হলে নিজেই কিছু পদক্ষেপের করলে কম্পিউটার আগের অবস্থায় ফিরিয়ে আসতে পারে।

Image Source: pixabay

প্রথমেই দেখতে হবে ভাইরাস আছে কিনা, কোনও ম্যালওয়ার রয়েছে কিনা সেটাও দেখতে হবে।

Image Source: pixabay

গোটা সিস্টেমের অ্যান্টি ভাইরাস স্ক্যান করান, এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। ফলে হাতে সময় নিয়ে করাতে হবে।

Image Source: pixabay

অনেক সময় এমন একাধিক সফটওয়ার বা অ্যাপ্লিকেশন থাকে যা ব্যবহার হয় না, সেগুলি বেছে ডিলিট করুন।

Image Source: pixabay

কম্পিউটারে প্রচুর সফটওয়ার বা অ্যাপ্লিকেশন থাকলে, সিস্টেম ভারী হয়ে কাজ করার গতি অনেক কমে যায়।

Image Source: pixabay

হার্ড ডিস্ক ৯০ শতাংশ ভর্তি হয়ে গেলে, তা হালকা করতে হবে। ভারী হার্ডডিস্ক কম্পিউটার স্লো করে দেয়।

Image Source: pixabay

ব্রাউজার হিস্ট্রি ক্লিন করুন, cache memory সাফ করুন। একসঙ্গে একাধিক ট্যাব খোলা রেখে কাজ করা যাবে না, তাতেও ধীরগতি হয়।