অফিস বা বাড়ি, দৈনন্দিন কাজে ব্যবহার হয় কম্পিউটার। কিন্তু দ্রুত কাজ করার এই যন্ত্রই মাঝেমাঝে আস্তে কাজ করে। তখন বেড়ে যায় সমস্যা। কখনও চালু হতে অনেক সময় নেয়। কখনও কাজই করা যায় না। এতটাই ধীর গতির হয়ে যায়। এমন হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। CPU Usage খুব বেশি হলে। স্টোরেজ কম থাকলে, কম্পিউটারের গতি কমিয়ে দেয়। এমনটা হলে নিজেই কিছু পদক্ষেপের করলে কম্পিউটার আগের অবস্থায় ফিরিয়ে আসতে পারে। প্রথমেই দেখতে হবে ভাইরাস আছে কিনা, কোনও ম্যালওয়ার রয়েছে কিনা সেটাও দেখতে হবে। গোটা সিস্টেমের অ্যান্টি ভাইরাস স্ক্যান করান, এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। ফলে হাতে সময় নিয়ে করাতে হবে। অনেক সময় এমন একাধিক সফটওয়ার বা অ্যাপ্লিকেশন থাকে যা ব্যবহার হয় না, সেগুলি বেছে ডিলিট করুন। কম্পিউটারে প্রচুর সফটওয়ার বা অ্যাপ্লিকেশন থাকলে, সিস্টেম ভারী হয়ে কাজ করার গতি অনেক কমে যায়। হার্ড ডিস্ক ৯০ শতাংশ ভর্তি হয়ে গেলে, তা হালকা করতে হবে। ভারী হার্ডডিস্ক কম্পিউটার স্লো করে দেয়। ব্রাউজার হিস্ট্রি ক্লিন করুন, cache memory সাফ করুন। একসঙ্গে একাধিক ট্যাব খোলা রেখে কাজ করা যাবে না, তাতেও ধীরগতি হয়।