চিনতে পারছেন এঁকে? শাহিদ কাপুরের বিপরীতে ইশক-ভিশক ছবিতে অভিনয় করেছিলেন শেহনাজ ট্রেজারিওয়ালা।

সম্প্রতি লাদাখ বেড়াতে গিয়েছিলেন। অক্সিজেনের অভাবে সামান্য সমস্যা ছাড়া গোটাটাই দুরন্ত কেটেছে।

কিন্তু একটা সমস্যা রয়েছে তাঁর, অনেক সময়ই অনেকের মুখ দেখে চিনতে পারেন না।

নিউরোলজিক্যাল এই রোগের নাম প্রোসোপগনোসিয়া, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

কী হয় রোগটিতে, ইনস্টা-স্টোরিতে জানান অভিনেত্রী।

'এত দিনে বুঝলাম কেন অনেক সময়ই কারও মুখ থেকে চিনতে পারিনা। এটা কগনিটিভ ডিসঅর্ডার'-বলছেন অভিনেত্রী।

গলার স্বর দিয়ে বন্ধু, আত্মীয়, পেশাদার পরিচিতদের চেনেন তিনি।

অভিনেত্রীর আর্জি, মানুষ যেন তাঁকে ভুল না বোঝেন।

স্ট্রোক বা মস্তিষ্কে চোট-আঘাত থেকে এই রোগ হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।

তবে কোনও কোনও ক্ষেত্রে সমস্যাটি জন্মগতও থাকতে পারে।