Image Source: pixabay

কাজ থেকে বিনোদন, সবসময় হাতে রাখতে হয় মোবাইল ফোন।

Image Source: pixabay

মোবাইল ফটোগ্রাফির অভ্যেস রয়েছে যাঁদের, তাঁরা ফোনে তোলা ছবি রাখেন মোবাইলেই।

Image Source: pixabay

এমনই বিভিন্ন কারণে স্টোরেজ নিয়ে প্রায়শই নানা সমস্যা হয়। ফোনের গতিও খুব ধীরে হয়ে যায়।

Image Source: pixabay

ছোট ছোট কিছু খেয়াল রাখলেই এড়ানো যাবে স্টোরেজের সমস্যা। পাশাপাশি স্লো হবে না ফোন।

Image Source: pixabay

ক্লাউড স্টোরেজ সবচেয়ে সহজ উপায়। ড্রপবক্স, গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যায়।

Image Source: pixabay

বিভিন্ন কারণে বহু অ্যাপ ব্যবহার হয়। সেগুলি ক্যাশে (Cache) মেমোরি ডিলিট করতে হবে।

Image Source: pixabay

ইদানিং ফোনে ইনবিল্ট স্টোরেজ অনেকটাই থাকছে, তবুও মেমোরি কার্ডের বিকল্প নেই।

Image Source: pixabay

প্রয়োজনীয় ছবি, তথ্য নির্দিষ্ট মেমোরি কার্ডে সরিয়ে রেখে, সেটি আলাদা রাখা যায়।

Image Source: pixabay

অনেকসময়েই ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা ব্যবহার হয় না, সেগুলি বেছে ডিলিট করলে হালকা থাকবে স্টোরেজ।