কাজ থেকে বিনোদন, সবসময় হাতে রাখতে হয় মোবাইল ফোন।
ABP Ananda
Image Source: pixabay

কাজ থেকে বিনোদন, সবসময় হাতে রাখতে হয় মোবাইল ফোন।

মোবাইল ফটোগ্রাফির অভ্যেস রয়েছে যাঁদের, তাঁরা ফোনে তোলা ছবি রাখেন মোবাইলেই।
ABP Ananda
Image Source: pixabay

মোবাইল ফটোগ্রাফির অভ্যেস রয়েছে যাঁদের, তাঁরা ফোনে তোলা ছবি রাখেন মোবাইলেই।

এমনই বিভিন্ন কারণে স্টোরেজ নিয়ে প্রায়শই নানা সমস্যা হয়। ফোনের গতিও খুব ধীরে হয়ে যায়।
ABP Ananda
Image Source: pixabay

এমনই বিভিন্ন কারণে স্টোরেজ নিয়ে প্রায়শই নানা সমস্যা হয়। ফোনের গতিও খুব ধীরে হয়ে যায়।

ছোট ছোট কিছু খেয়াল রাখলেই এড়ানো যাবে স্টোরেজের সমস্যা। পাশাপাশি স্লো হবে না ফোন।
Image Source: pixabay

ছোট ছোট কিছু খেয়াল রাখলেই এড়ানো যাবে স্টোরেজের সমস্যা। পাশাপাশি স্লো হবে না ফোন।

Image Source: pixabay

ক্লাউড স্টোরেজ সবচেয়ে সহজ উপায়। ড্রপবক্স, গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যায়।

Image Source: pixabay

বিভিন্ন কারণে বহু অ্যাপ ব্যবহার হয়। সেগুলি ক্যাশে (Cache) মেমোরি ডিলিট করতে হবে।

Image Source: pixabay

ইদানিং ফোনে ইনবিল্ট স্টোরেজ অনেকটাই থাকছে, তবুও মেমোরি কার্ডের বিকল্প নেই।

Image Source: pixabay

প্রয়োজনীয় ছবি, তথ্য নির্দিষ্ট মেমোরি কার্ডে সরিয়ে রেখে, সেটি আলাদা রাখা যায়।

Image Source: pixabay

অনেকসময়েই ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা ব্যবহার হয় না, সেগুলি বেছে ডিলিট করলে হালকা থাকবে স্টোরেজ।