হোটেল রুমে গোপন ক্যামেরা লাগানো ? কীভাবে বুঝবেন ? হোটেল রুমে একান্ত সময় কাটানোর ভিডিও ফাঁস হওয়া নতুন কিছু নয়। তাই হোটেল রুমে ঢুকে এই বিষয়ে সতর্কতা জরুরি। অনেকক্ষেত্রেই গোপন ক্যামেরা লাগানো থাকে ঘরে। এমনকী বাথরুম বা চেঞ্জিং রুমেও লাগানো থাকে ক্যামেরা। এজন্য ঘরে ঢুকে দেওয়ালে টাঙানো ছবি ইত্যাদি ভাল করে দেখে নিতে হবে। টিভি, সেটটপ বক্স বা স্পিকার থাকলে তা পরীক্ষা করতে হবে। হোটেলে ঢুকে সব আলো নিভিয়ে দিয়ে স্মার্টফোনের ফ্ল্যাশ জ্বালান। তারপর ক্যামেরা অন করে দেখতে পারেন সারা ঘর। এক্ষেত্রে আলোর কোনো উৎস নজরে এলে সতর্ক হোন।