এই ৫ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব অ্যাকাউন্ট বহু মানুষ ইউটিউবে ভিডিয়ো দেখেন, অনেকের চ্যানেলও আছে। ইউটিউব ইউজারদের রিপোর্টের ভিত্তিতে চ্যানেলে কড়া পদক্ষেপ করতে পারে। কমিউনিটি গাইডলাইন ভাঙলে অ্যাকাউন্টে ঝুঁকি বাড়তে পারে। কপিরাইট নিয়মের উল্লঙ্ঘন করলেও ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। চ্যানেলের মধ্য দিয়ে ভুয়ো খবর ছড়ানো নিয়ম বিরুদ্ধ কাজ। ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে ইউজার কোনো ভিডিয়ো বানাতে পারবে না। ইউটিউবের পক্ষ থেকে একটা ই-মেলও আসবে। ঘৃণাসূচক, অশালীন কিংবা হয়রানিসূচক ভিডিয়োর কারণে ঝুঁকি বাড়তে পারে। এই বিষয়গুলি না মানলেই ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে।