এই ৫ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব অ্যাকাউন্ট
abp live

এই ৫ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব অ্যাকাউন্ট

Published by: ABP Ananda
Image Source: Pixabay
বহু মানুষ ইউটিউবে ভিডিয়ো দেখেন, অনেকের চ্যানেলও আছে।
abp live

বহু মানুষ ইউটিউবে ভিডিয়ো দেখেন, অনেকের চ্যানেলও আছে।

Image Source: Pixabay
ইউটিউব ইউজারদের রিপোর্টের ভিত্তিতে চ্যানেলে কড়া পদক্ষেপ করতে পারে।
abp live

ইউটিউব ইউজারদের রিপোর্টের ভিত্তিতে চ্যানেলে কড়া পদক্ষেপ করতে পারে।

Image Source: Pixabay
কমিউনিটি গাইডলাইন ভাঙলে অ্যাকাউন্টে ঝুঁকি বাড়তে পারে।
abp live

কমিউনিটি গাইডলাইন ভাঙলে অ্যাকাউন্টে ঝুঁকি বাড়তে পারে।

Image Source: Pixabay
abp live

কপিরাইট নিয়মের উল্লঙ্ঘন করলেও ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

Image Source: Pixabay
abp live

চ্যানেলের মধ্য দিয়ে ভুয়ো খবর ছড়ানো নিয়ম বিরুদ্ধ কাজ।

Image Source: Pixabay
abp live

ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে ইউজার কোনো ভিডিয়ো বানাতে পারবে না।

Image Source: Pixabay
abp live

ইউটিউবের পক্ষ থেকে একটা ই-মেলও আসবে।

Image Source: Pixabay
abp live

ঘৃণাসূচক, অশালীন কিংবা হয়রানিসূচক ভিডিয়োর কারণে ঝুঁকি বাড়তে পারে।

Image Source: Pixabay
abp live

এই বিষয়গুলি না মানলেই ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে।

Image Source: Pixabay