হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে ? কীভাবে বাঁচাবেন ব্যক্তিগত তথ্য ? এখনই সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করুন। ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করুন। টু স্টেপ ভেরিফিকেশনের ব্যবস্থা চালু রাখুন। সন্দেহজনক মেসেজ, লিঙ্ক বা কলে ক্লিক করবেন না। টু-স্টেপ ভেরিফিকেশন পিন ও ইমেল পাসওয়ার্ড বদলে ফেলুন। দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ সাপোর্টে। সবসময় ফোনের সফটওয়্যার ও অ্যাপগুলি আপডেট রাখবেন। সকলকে জানিয়ে রাখুন এই হ্যাকের ব্যাপারে যাতে সতর্ক হন তারা। হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে মনে করলে অন্য সমস্ত অ্যাপের তথ্যও সুরক্ষিত করে রাখুন।