বিশ্বের প্রথম ক্যামেরাসহ মোবাইল ফোন ছিল এটিই, আপনিও কিনেছিলেন ?

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকাল সব ধরনের ফোনেই আলাদা আলাদা মানের ক্যামেরা থাকে।

Image Source: pexels

আজকাল মানুষ ফোন কেনার আগে ক্যামেরার গুণমান যাচাই করে নেন।

Image Source: pexels

কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম ক্যামেরা ফোন কোনটি ছিল?

Image Source: pexels

পৃথিবীর প্রথম ক্যামেরা ফোনটি ছিল Samsung এর।

Image Source: pexels

স্যামসাং ২০০০ সালে বিশ্বের প্রথম ক্যামেরা ফোন চালু করেছিল।

Image Source: pexels

স্যামসাং এই ফোনটি Samsung schv200 মডেল নম্বরের সাথে লঞ্চ করেছিল।

Image Source: pexels

স্যামসাং-এর এই ফোনটি একটি স্মার্ট ফ্লিপ ফোন ছিল।

Image Source: pexels

এই ফোনটিতে ০.৩৫MP ক্যামেরা ছিল।

Image Source: pexels

এই ফোনে ছবি তোলার পর তা ব্যবহারের জন্য কম্পিউটার-এর সাথে সংযোগ করতে হত।

Image Source: pexels