ইউটিউব ভিডিয়োতে ৫০০ ভিউ, কত টাকা আসবে ?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

ইউটিউবে আয়ের প্রধান উৎস হল বিজ্ঞাপন বা গুগল অ্যাডসেন্স।

Image Source: Pixabay

৫০০ ভিউর মধ্যে কত বিজ্ঞাপন দেখা হয়েছে তার উপর আয় নির্ভর করে।

Image Source: Pixabay

মূলত CPM বা কস্ট পার মিনিটের উপরেই উপার্জন আসে।

Image Source: Pixabay

ভারতে ইউরোপের তুলনায় এই CPM অনেক কম।

Image Source: Pixabay

এছাড়া এই কস্ট অনেক জ্যঁরের উপর নির্ভর করে।

Image Source: Pixabay

টেকনোলজি কিংবা ফিনান্স ভিডিয়োতে এই কস্ট বেশি হয়।

Image Source: Pixabay

৫০০ ভিউ মানেই যে ৫০০ বিজ্ঞাপন দেখা তা নয়।

Image Source: Pixabay

নন স্কিপেবল বিজ্ঞাপনে বেশি আয় হয়।

Image Source: Pixabay

৫০০ ভিউতে ১ ডলার পর্যন্ত সর্বোচ্চ আয় হতে পারে।

Image Source: Pixabay