ইউটিউব ভিডিয়োতে ৫০০ ভিউ, কত টাকা আসবে ? ইউটিউবে আয়ের প্রধান উৎস হল বিজ্ঞাপন বা গুগল অ্যাডসেন্স। ৫০০ ভিউর মধ্যে কত বিজ্ঞাপন দেখা হয়েছে তার উপর আয় নির্ভর করে। মূলত CPM বা কস্ট পার মিনিটের উপরেই উপার্জন আসে। ভারতে ইউরোপের তুলনায় এই CPM অনেক কম। এছাড়া এই কস্ট অনেক জ্যঁরের উপর নির্ভর করে। টেকনোলজি কিংবা ফিনান্স ভিডিয়োতে এই কস্ট বেশি হয়। ৫০০ ভিউ মানেই যে ৫০০ বিজ্ঞাপন দেখা তা নয়। নন স্কিপেবল বিজ্ঞাপনে বেশি আয় হয়। ৫০০ ভিউতে ১ ডলার পর্যন্ত সর্বোচ্চ আয় হতে পারে।