চলতি মাসেই পার করেছেন ৫৮-এর কোঠা। কিন্তু দর্শকের জন্য তিনি এখনও 'স্যুইট সিক্সটিন'।



ষাটের প্রান্তে দাঁড়িয়ে বয়স, কিন্তু বলিউডের রোম্যান্সের বাদশাহ তিনিই, শাহরুখ খান।



দুই বাহু ছড়িয়ে সিগনেচার পোজ হোক, গালে টোল, বা ঘন কালো চুল, দেশ-বিদেশের মহিলা মহল এখনও মন হারান শাহরুখে।



শুধু কি মহিলারা? শাহরুখ খানের চুল এত সতেজ সুন্দর কী করে থাকে, সেই সিক্রেট জানতে আগ্রহী পুরুষেরাও।



এবার নিজের চুল কীভাবে সুন্দর রাখেন সেই সিক্রেট নিজেই জানালেন শাহরুখ। তাঁর 'আস্ক এসআরকে' সেশনে।



বুধবারের প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান প্রশ্ন করেন, 'আপনার এই ঘন অগোছালো চুলের সিক্রেট কী?'



এর উত্তরে অকপট কিং খান জানালেন তাঁর চুলেপ যত্নের সিক্রেট। তিনি লেখেন, 'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি লাগাই চুলে'।



আমলকি চুল পড়া রোধ করে, খুশকি নিরাময়ে সাহায্য করে। তাড়াতাড়ি চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে।



ভৃঙ্গরাজ তেল চুল বাড়তে সাহায্য করে, সময়ের আগে পাক ধরা রোধ করে, বিবর্ণ চুলকে সতেজ করে।



মেথি স্কাল্পের পুষ্টি জোগায়। রক্ত চলাচল উন্নত করে। ফলে চুলের ঘনত্ব ও ঔজ্জ্বল্য বাড়ে।