কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন তিন মহিলা রেফারি সবচেয়ে হাই প্রোফাইল ফ্রান্সের স্টেফানি ফ্রাপা, তাঁর বয়স ৩৮ বছর ২০১৯ সালে মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব সামলেছেন ফ্রাপা প্রথম মহিলা রেফারি হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রাপা জাপানের ৩৬ বছরের ইয়োশিমি ইয়ামাশিতা রয়েছেন তালিকায় এশিয়া মহাদেশের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রেফারির দায়িত্ব সামলেছেন ইয়ামাশিতা এছাড়া মহিলা বিশ্বকাপে রেফারিং করার অভিজ্ঞতা রয়েছে রুয়ান্ডার ৩৩ বছরের সালিমা মুকাসানগা পুরুষদের ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলাতে চলেছেন পুরুষদের ফুটবলে এর আগেও আফ্রিকা নেশনস কাপে ম্যাচ পরিচালনা করেছেন সালিমা বেশ স্বপ্রতিভ ও কড়া রেফারি হিসেবেই পরিচিত সালিমা