চোখের সুস্বাস্থ্য বজায় রাখার অন্যতম উপায় হল জল সযত্নে রাখতে হবে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চোখের বিশ্রামের প্রয়োজন অবশ্যই রয়েছে তা না হলে বাড়বে বিপদ চোখ ভাল রাখতে জল দিয়ে ধোয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা অনেকেই জলের ঝাপটা দেন সেটা দেওয়া উচিত নয় বলেই জানাচ্ছে রিপোর্ট জলের ঝাপটায় উপকারের থেকে অজান্তেই ক্ষতি করে ফেলছেন দিনে অন্তত দু’বার চোখে ঠান্ডা জলের পরশ দিন তবে তা আলতো হাতে। সযন্তে। যেমন-তেমন করে নয় তবে তা আলতো হাতে। সযন্তে। যেমন-তেমন করে নয় অস্বস্তি হলে প্রাথমিকভাবে জল দিয়ে বারংবার ধুতে পারেন বাড়তি সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়া শ্রেয়