দীর্ঘদিনের সম্পর্কে হঠাৎ চিড়। মন না মানলেও বাধ্য হয়েছেন আলাদা হতে। কী করে ভুলবেন মনের মানুষকে? যত খুশি সময় নিন। কাঁদুন, দুঃখ করুন, চিৎকার করুন। হৃদয় ভাঙলে তা মেনে নিতে সময় লাগাই স্বাভাবিক। যদি সেই মানুষটিকে ভুলতেই চান, তাহলে সেই মানুষটি যে আপনার জীবনে নেই আর তা মানতে চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিন। চারিদিকে কী হচ্ছে, দিন কয়েক না হয় সেই খোঁজ রাখলেন না! মনের মানুষের দেওয়া সব জিনিসপত্র বিলিয়ে দিন, কিন্তু নিজের কাছে রাখবেন না। স্মৃতি আঁকড়ে লাভ নেই। মনের মানুষ যদি মন ভেঙেই থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন কিন্তু ফের বিশ্বাস করবেন না তাকে। নতুন ভাল মুহূর্ত তৈরি করুন। বন্ধুবান্ধব ও যারা আপনাকে ভালবাসেন তাদের সঙ্গে সময় কাটান। যদি সম্পর্ক শেষ হয়েই গিয়ে থাকে তাহলে, এর ভাল দিকগুলি ভেবে খুশি হওয়া উচিত। একটা সম্পর্ক ভেঙেছে বলে নতুন সম্পর্ক তৈরি করতে পিছপা হবেন না। ভালবাসাকে আলিঙ্গন করুন। প্রিয় মানুষকে ভোলা যতই কঠিন হোক না কেন, তা করুন। নিজের জন্য তাঁকে ভুলতে চেষ্টা করুন।