ল্যাপটপের মধ্যে অপ্রয়োজনীয় স্টোর করে রাখলে আপনার ডিভাইস স্লো হয়ে যাবে, অর্থাৎ ধীর গতিতে কাজ করবে।

ল্যাপটপের মধ্যে অপ্রয়োজনীয় স্টোর করে রাখলে আপনার ডিভাইস স্লো হয়ে যাবে, অর্থাৎ ধীর গতিতে কাজ করবে।

ABP Ananda
ল্যাপটপ যাতে দ্রুত গতিতে কাজ করতে পারে সেই জন্য ডিভাইস থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার ডিলিট করে দেওয়া জরুরি।

ল্যাপটপ যাতে দ্রুত গতিতে কাজ করতে পারে সেই জন্য ডিভাইস থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার ডিলিট করে দেওয়া জরুরি।

ABP Ananda
অনেকেই ল্যাপটপের মধ্যে অসংখ্য অ্যাপ ইনস্টল করে রাখেন। এর ফলে ডিভাইস ভারী হয়ে যায় এবং স্লো হয়ে যায়।

অনেকেই ল্যাপটপের মধ্যে অসংখ্য অ্যাপ ইনস্টল করে রাখেন। এর ফলে ডিভাইস ভারী হয়ে যায় এবং স্লো হয়ে যায়।

ABP Ananda
তাই ল্যাপটপকে 'ফাস্টার' করতে চাইলে যেসব অ্যাপ কাজে লাগে না সেগুলি বেছে নিয়ে ডিলিট করে দিন। এই কাজ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে।

তাই ল্যাপটপকে 'ফাস্টার' করতে চাইলে যেসব অ্যাপ কাজে লাগে না সেগুলি বেছে নিয়ে ডিলিট করে দিন। এই কাজ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে।

ABP Ananda

অনেকসময়েই দেখা যায় ল্যাপটপ অন অর্থাৎ চালু করার সঙ্গে সঙ্গেই একগুচ্ছ প্রোগ্রাম কাজ করতে শুরু করে দেয়। আপনাআপনিই এগুলি চালু হয়ে যায়।

ABP Ananda

আপনি হয়তো যে কাজে ল্যাপটপ ব্যবহার করছেন, তার সঙ্গে এর কোনও যোগই নেই। এই জাতীয় প্রোগ্রাম স্টার্ট আপ টাস্ক বন্ধ করা দরকার অবিলম্বে।

ABP Ananda

Disk Cleanup Utility ব্যবহার করুন ল্যাপটপ পরিষ্কার করার জন্য। এর মাধ্যমে ডিভাইসের অপ্রয়োজনীয় প্রোগ্রাম এবং ফাইল ডিলিট হয়ে জায়গা ফাঁকা হবে এবং মেশিন দ্রুত গতিতে কাজ করবে।

ABP Ananda

ল্যাপটপে বেশিরভাগ সময়েই ইন্টারনেট চালু থাকে। আর তার ফলে একগুচ্ছ জিনিস আপনি সব সময়েই সার্চ করতে থাকেন। এর ফলে তৈরি হয় ক্যাশে।

ABP Ananda

ল্যাপটপ থেকে এই ইন্টারনেট ক্যাশে ডিলিট বা ক্লিয়ার না করলে আপনার ডিভাইস ধীর গতিতে কাজ করা শুরু করবে।

ABP Ananda

উল্লিখিত কারণগুলি ছাড়া যদি ল্যাপটপ অনেকদিনের পুরনো হয়, অর্থাৎ ডিভাইসের বয়স বাড়ে, তাহলে ল্যাপটপ ধীর গতিতে কাজ করতে পারে।

ABP Ananda