Image Source: PIXABAY

হিল পরতে ভালোবাসেন? কিন্তু কিনতে গিয়ে প্রায়ই গণ্ডগোল হয়ে যায়?

সাধারণ কয়েকটি বিষয় মাথায় রাখলেই আর কোনও অসুবিধা হবে না।

জুতো কেনার সময়ে মাপটা যেন ঠিকঠাক হয়। হিলের ক্ষেত্রেও এই নিয়ম ধ্রুব সত্য।

আপনার পায়ের পাতা যদি চওড়াটে হয়, তা হলে 'ক্লোজড টেপারড' হিল না পরাই ভাল।

হিল পরলে পায়ের উপর চাপ বেশি পড়ে। তাই 'কুশনিং'-র ব্যবস্থা রয়েছে কিনা, দেখে নেবেন।

কেনার আগে অবশ্যই হিলের দুটো পাটি পরে হেঁটে দেখুন।

সাধারণ ভাবে, আপনার গোড়ালির ঠিক তলাতেই হিলের অংশটি আসার কথা।

হিল-টি গোড়ালির নিচেই পড়ছে কিনা, সেটা ভাল করে দেখে নিন।

হিল কেনার আর একটা সহজ টোটকা রয়েছে। এই ধরনের জুতো সন্ধের দিকে কিনলে ভাল। কেন জানেন?

আসলে সারা দিনের পর প্রত্যেকের পা-ই সামান্য ফুলে যায়। ফলে এই সময়ে হিল কিনলে পায়ের ঠিকঠাক মাপ পাবেন।