শুষ্ক আবহাওয়া, জল কম খাওয়া ইত্যাদি নানা কারণে সংক্রমণ বাড়তে পারে। ছবি- ফ্রিপিক গরমজলে অতিরিক্ত স্নান করার কারণেও এই সংক্রমণ দেখা দিতে পারে। সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায়, তলপেটে ব্যথা হয়, জ্বরও আসতে পারে। প্রস্রাবের সময় এক্ষেত্রে অনেকের জ্বালাও করে। সংক্রমণ থেকে বাঁচতে সারাদিনে যথাযথ পরিমাণ জল পান করতে হবে। মূত্রের বেগ পেলে তা কখনই চেপে রাখা ঠিক না। হালকা ঢিলেঢালা অন্তর্বাস পরাই বাঞ্ছনীয়। গোপনাঙ্গে আর্দ্রতা বেশি থাকলে সংক্রমণ বাড়তে পারে। শীতে অনেকেই স্নান করেন না সেভাবে। কিন্তু সেটা করবেন না। শীতে জীবাণুর সংক্রমণ থেকে বাঁচতে যথাযথ গরম পোশাক পরা দরকার। শরীরে ভিটামিন ডি-র মাত্রা বজায় রাখুন।