বর্ষায় চামড়ার রোগ থেকে সর্দি

নানা অসুখে জর্জরিত থাকে বড়রা ও শিশুরা

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম

এসময় শিশুরা জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা অসুখে ভোগে।

বর্ষায় শিশুর যত্ন

এর পয়লা ধাপই হল বিশুদ্ধ জল ব্যবহার করা ও পরিচ্ছন্ন থাকা।

জলবাহিত রোগের শঙ্কা এই মুহূর্তে সবথেকে বেশি।

বাইরের জল খেতে দেয়া যাবে না এতে টাইফয়েডের ঝুঁকি বাড়ে।

বাচ্চা বার বার জ্বরে পড়ছে ?

ডাক্তারের পরামর্শ নিয়ে ফ্লু ভ্যাকসিন দিইয়ে নিন।

অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ খাবার খাওয়ান শিশুকে

চর্ম রোগ, পেটের অসুখ, সংক্রামক রোগ থেকে কিছুটা প্রোটেকশন দেবে।

এই সময় জলবাহিত রোগের শঙ্কা বেশি ।

সময় ফিল্টার করা জল খাওয়ান।

তাই হয় ঘরে মশারি টাঙিয়ে রাখুন বা মশা তাড়ানোর অয়েনমেন্ট লাগান।

বর্ষায় মশার উপদ্রব বৃদ্ধি পায়

যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম,

তাদের রঙিন শাক-সবজি এবং মরশুমি ফল খেতে হবে ।

ডায়পার পরে শিশু ?

তাহলে বারবার বদলাতে হবে ঠান্ডা লাগা ও সংক্রমণ এড়াতে ।