আজ বলিউডের প্রথম সারির অভিনেতা অজয় দেবগণের জন্মদিন। অজয়ের জন্ম নয়াদিল্লিতে। পরিবার অনেকের সঙ্গেই পূর্ব যোগ ছিল বলিউডের। অজয়ের বাবা বীরু দেবগণ ছিলেন বলিউডের স্টান্ট কোরিওগ্রাফার ও একজন অ্যাকশন পরিচালক। ফিল্মের সঙ্গে যুক্ত মা ও ভাইও। জুহুর সিলভার বিচ হাই স্কুলে পড়াশোনা করেছিলেন অজয়। এরপর মিথিবাঈ কলেজে পড়াশোনা চালিয়ে যান তিনি এরপর, ১৯৯১ সালে বলিউডে পাকাপাকিভাবে পা রাখেন অজয়। প্রথম ছবি ছিল 'ফুল অউর কাঁটে' মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন অজয়, তাঁর আসল নাম বিশাল দেবগণ। 'জিগর' ছবিতে অভিনয়ের সময় করিশ্মা কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অজয়, এরপরে তাঁর জীবনে আসেন কাজল। কাজলের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন অজয়, তাঁদের ২ সন্তানও রয়েছে। করিশ্মার সঙ্গে ১৯৯৫ সালে সম্পর্ক ভাগে অজয়ের, সেই বছরই সম্পর্কে জড়ান কাজলের সঙ্গে সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগণের নতুন ছবি 'ভোলা'