সদ্য একটি বিপণীর উদ্বোধনে একত্রিত হয়েছিলেন টলিউডের বেশ কিছু পরিচালক ও অভিনেতা
হাজির ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য, ছিলেন অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও।
সাদা পাজামা পাঞ্জাবি আর জহর কোটে হাজির ছিলেন পরিচালন ধ্রুব বন্দ্যোপাধ্যায়
সাবেকি পোশাকে হাজির ছিলেন অভিনেত্রী তৃণা ও স্বস্তিকা।
আকাশী ও সাজা সুতোর কাজে একটি সালোয়ার কামিজ পরেছিলেন তৃণা।
মেরুন-কালোর মেলবন্ধনে শাড়ি পরেছিলেন পায়েল সরকার