প্রথম ওয়ান ডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত দ্বিতীয় ওয়ান ডেতেও দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন ধবনের ওপেনিং পার্টনার হিসাবে শুভমন গিলই মাঠে নামবেন দলে শ্রেয়স আইয়ারের জায়গা একেবারে পাকা বলাই যায় প্রথম ম্য়াচে ব্যর্থ হলেও সূর্যকুমার দলে থাকছেনই সূর্যর পাশাপাশি ভারতীয় মিডল অর্ডারে হুডা ও স্যামসনকে দেখা যাবে দ্বিতীয় ম্যাচেও জাডেজা খেলবেন না, তাই অক্ষরই অলরাউন্ডার হিসাবে খেলবেন দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুর দলে থাকছেন দুইটি করে উইকেট পাওয়া সিরাজ ও চাহালেরও দলে জায়গা পাকা প্রসিদ্ধ উইকেট না পেলেও, এক ম্যাচ পরেই তাকে দল বাদ দেবে বলে মনে হয় না