২৪ বছরের ভিদ্যাত কাভেরাপ্পা দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ১৩ উইকেট নিয়ে দেওধর ট্রফিতেও তিনি সর্বাধিক উইকেট শিকারি দক্ষিণাঞ্চলের হয়ে খেলা তরুণ ওপেনার রোহন কুন্নুমাল ৩৫৪ রান করে ব্যাটারদের তালিকায় শীর্ষে রিয়ান পরাগ সর্বাধিক ছক্কাও হাঁকিয়েছেন, টুর্নামেন্টের সেরা প্লেয়ারও ছিলেন রিয়ান বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদও রয়েছেন তালিকায় দেওধর ট্রফিতে শাহবাজের সংগ্রহ ঝুলিতে পাঁচ ম্যাচে ১২ উইকেট সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল ময়ঙ্কের ঝুলিতে এবারের দেওধর ট্রফিতে ৩৪১ রান