বাংলাদেশ ম্যাচে শতরান মিলিয়ে মোট ৪৮টি ওয়ান ডে শতরান করেছেন বিরাট কোহলি এই ৪৮টি ওয়ান ডে শতরানের মধ্যে পাঁচবার ১৫০-র অধিক রান করেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ওয়ান ডেতে সর্বাধিক করেছেন ক্রিস গেল 'ইউনিভার্স বস'ও পাঁচবার ওয়ান ডেতে ১৫০ রানের গণ্ডি পার করেছেন কোহলির,গেলের মতো সচিনও পাঁচবার ওয়ান ডে ক্রিকেটে ১৫০ বা তার অধিক রান করেছেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তালিকায় বাকিদের থেকে বেশ অনেকটাই কম ম্যাচ খেলে সাত সাতবার ১৫০ রানের গণ্ডি পার করেছেন ওয়ান ডেতে সর্বাধিক ব্যক্তিগত স্কোর, সবচেয়ে বেশিবার দুইশো করেছেন রোহিত শর্মা 'হিটম্যান' মোট আটবার ওয়ান ডেতে ১৫০ রানের গণ্ডি পার করেছেন