আমদাবাদে দর্শকভর্তি স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত পাকিস্তানের হয়ে বাবর ও রিজওয়ান ভাল ব্যাটিং করলেও, মুখ থুবড়ে পড়ল মিডল অর্ডার বাবর আজম ৫৭ বলে ওয়ান ডে বলে কেরিয়ারের ২৯তম অর্ধশতরান হাঁকান তবে তার পরেই সিরাজ বাবরের উইকেট ভেঙে দেন বাবর ও রিজওয়ান তৃতীয় উইকেটে পাক দলের হয়ে ৮২ রান যোগ করেন কুলদীপ যাদব এক ওভারে শাকিল ও ইফতিকার আউট করে ব্যাটিং ধস নামানো শুর করেন ৪৯ রানে রিজওয়ানকে সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা মাত্র ৩৬ রানে শেষ আট উইকেট হারিয়ে ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান পাঁচ ভারতীয় বোলার দুইটি করে উইকেট নেন