চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ত্রাতা হয়ে উঠেন বিরাট কোহলি



শতরান হাতছাড়া করলেও, ৮৫ রানের ইনিংসে গড়লেন ইতিহাস



আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক রানের মালিক হলেন কোহলি



ওয়ান ডে বিশ্বকাপে ২৭টি ইনিংসে ৪৮.৪৭ গড়ে ১১১৫ রান করেছেন 'কিং কোহলি'



চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ১৩ ম্যাচে ৮৮.১৬ গড়ে ৫২৯ রান করেছেন তিনি



টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৭ ম্যাচে কোহলির সংগ্রহ ১১৪১ রান



অর্থাৎ আইসিসি টুর্নামেন্টে কোহলির ৬৭টি ম্যাচে ৬৪টি ইনিংসে মোট সংগ্রহ ২৭৮৫ রান



ওয়ান ডে বিশ্বকাপে সচিন সর্বকালের সর্বাধিক মোট ২২৭৮ রান করেছে



আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪ ইনিংসে ৪৪১ রান করেছেন সচিন



সবমিলিয়ে আইসিসি প্রতিযোগিতায় ৫২.২৮ গড়ে সচিনের মোট সংগ্রহ ২৭১৯ রান