ব্রিটেন ছাড়াও মন্দার গ্রাসে যেতে পারে আমেরিকা। খুব একটা ভাল অবস্থায় নেই চিনের বাজার। সেখানে 'বুল রান' জারি রয়েছে ভারতের মার্কেটে।
বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে দেখা গেল সেই গতি। বাজার বিশেষজ্ঞরা বলছেন,সামান্য কারেকশন নিয়ে চলতি মাসেই ১৯০০০ ছুঁতে পারে নিফটি।
আজ বাজারের দিকে তাকালে স্টক মার্কেটে ব্যাঙ্কিং, আইটি, এফএমসিজি, এনার্জি, মেটাল, ইনফ্রার মতো সব সেক্টরের শেয়ারে বৃদ্ধি দেখা গেছে। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
যেখানে ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ২৬টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে ও চারটি লালে দৌড় থামিয়েছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহে সামান্য কারেকশন নিলেও নিফটি ১৮,০০০-এ নিচে যাওয়ার সম্ভাবনা কম।
CIPLA 1,097.10 -0.98 29,33,085
COAL INDIA 229.00 -0.69 81,98,891
BAJAJ FINSV 1,632.10 -0.25 16,60,403
KOTAK BANK 1,949.60 -0.19 14,00,421
TATAMOTORS 423.90 -0.04 67,68,613