বৃহস্পতিবারই দেশের আর্থিক নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI। সম্ভবত এইদিনই রেপো রেট ঘোষণা করতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
যদিও বুধবার রেপো রেট বৃদ্ধির ভয় দেখা গেল না ভারতীয় শেয়ার বাজারে। সকাল থেকেই দুরন্ত ছুট দিল নিফটি, সেনসেক্সের বুলরা।
বুধবারের ট্রেডিং সেশন ভারতীয় শেয়ার বাজারের জন্য দুর্দান্ত গতি দেখা গেছে।
আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং, আইটি, ফার্মা, এফএমসিজি, ইনফ্রা, কনজিউমার ডিউরেবলস ও হেলথ কেয়ার সেক্টরের স্টকগুলিতে উত্থান দেখা গেছে।
যদিও প্রফিট বুকিং দেখা গেছে জ্বালানি, অটো, সেক্টরের শেয়ারে। আজকের লেনদেনে স্মলক্যাপ সেক্টরগুলির সূচক একটি বুমের সঙ্গে বন্ধ হয়েছে