দু'দিনের উত্থান পর্ব থেমে গেল বুধে। আমেরিকার বাজারে ফেডারেল রিজার্ভের রেট বৃদ্ধির আশঙ্কায় থমকাল ভারতের শেয়ার বাজার।

আজকের লেনদেনের শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 262 পয়েন্ট কমে 59,456-তে এসে দাঁড়িয়েছে।পাশাপাশি নিফটি 97 পয়েন্ট কমে 17,718 পয়েন্টে দৌড় থামিয়েছে।

আজকের ট্রেডিং সেশনে এফএমসিজি সেক্টর ছাড়া সব সেক্টরের শেয়ারে বিক্রি দেখা গেছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি অটো, নিফটি আইটি, তেল ও গ্যাস খাতের শেয়ারগুলিও পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

নিফটির 50টি শেয়ারের মধ্যে 37টি শেয়ার লালে বন্ধ হয়েছে। মাত্র 13টি শেয়ার বন্ধ হয়েছে সবুজে।

সেখানে সেনসেক্সের 30 টি শেয়ারের মধ্যে কেবল সবুজে সাতটি শেয়ার বন্ধ করা হয়েছে। বাকি 23টি শেয়ার লালে দৌড় থামিয়েছে।

আজ বেড়েছে

BRITANNIA 3,757.00 2.91
HIND UNILVR 2,622.50 1.51
ITC 340.60 1.37
APOLLOHOSP 4,599.00 0.87
BAJFINANCE 7,695.00 0.78

আজ কমেছে

SHREE CEM 21,862.35 -5.94
ADANI PORTS 934.00 -3.74
POWER GRID 224.50 -3.52
INDUSIND BK 1,224.50 -3.13
ULTRACEMCO 6,300.00 -2.85

ব্যাঙ্ক , পোস্ট অফিসের সুদে আর মন ভরছে না বিনিয়োগকারীদের। অস্থিরতার শেয়ার বাজারকেই এখন ভরসার জায়গা হিসাবে দেখছে নতুন প্রজন্ম।

বেশি লভের আশায় নিত্যদিন ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বেড়েই চলেছে দালাল স্ট্রিটে। অন্তত তেমনই বলছে পরিসংখ্যান।

২০২০-র মার্চ থেকে ২০২২-এর মার্চের মধ্যে ৪,৮৮,০০,০০০ ডিমাট অ্যাকাউন্ট খোলা হয়েছে দেশে।