গত সপ্তাহের হতাশার ক্যালেন্ডারে দাগ কেটেছিল বেয়ারসরা। সোমবার সপ্তাহের শুরুতেই বেয়রসদের চাপে রেখে গতি দেখাল বুলস ব্রিগেড।
যার ফল হাতে নাতে পেল ভারতীয় শেয়ার বাজার। প্রি-ওপেনিংয়ে পতনের সঙ্গে শুরু হলেও ঘুরে দাঁড়াল নিফটি সেনসেক্স।
এদিন সেনসেক্স আবারও 59,000 পেরিয়েছে। আজকের ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 300 পয়েন্ট বৃদ্ধির সাথে 59,141 পয়েন্টে বন্ধ হয়েছে।
যেখানে সার্ভিস, জ্বালানি, মেটাল খাতে পতন দেখা গিয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ সূচকগুলিও লাল দাগে বন্ধ হয়েছে।
M&M 1,292.45 3.39
BAJ FINANCE 7,502.50 3.14
ADANI PORTS 963.00 2.64
SBI LIFE 1,305.00 2.57
HIND UNILVR 2,580.00 2.05
TATA STEEL 103.20 -2.37
TATA MOTORS 425.50 -1.62
JSW STEEL 676.35 -1.39
BRITANNIA 3,593.45 -1.27
POWER GRID 233.10 -1.08