জানেন আইসল্যান্ডে গেলে আপনি কোনও রেল দেখতে পাবেন না। মূলত পরিবহন হয় সড়কপথে।



আইসল্যান্ডের ভূপ্রকৃতি এত বন্ধুর যে রেললাইন তৈরিই সম্ভব নয়।



ভুটানের মাটিতেও আজ পর্যন্ত কোনও রেলপথ স্থাপিত হয়নি।



পাহাড়ের ঢাল বেয়ে সমস্ত পথ এঁকে বেঁকে উঠে গিয়েছে ভুটানে। রেলপথ হবে কীভাবে?



তেলের খনির দেশ কুয়েতে গেলে আপনি ট্রেনে চড়তে পারবেন না।



সম্প্রতি কিছু কিছু উপকূল অঞ্চলে দীর্ঘ রেলপথ বসানোর কাজ চলছে কুয়েতে।



ফ্রান্স আর স্পেনের ঠিক মাঝখানে পীরেনিজ পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা এই দেশের মধ্যে একটিও রেলপথ নেই।



এটা শুনে অবাক হবেন মলদ্বীপে একটিও ট্রেন চলে না।



এখানকার মানুষেরা মূলত জলপথে নৌকার মাধ্যমেই যাতায়াত করে থাকেন।



পাপুয়া নিউগিনি, সোমালিয়া, সাইপ্রাস, এমনকী সলোমন দ্বীপেও রেললাইন নেই।