অস্ট্রেলিয়ান দলের সফলতম অধিনায়কদের অন্যতম হলেন অ্যালান বর্ডার তিনি টেস্টে ১১ বার অপরাজিত শতরান করেছেন তালিকায় এরপরেই অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট অধিনায়ক স্টিভ ওয়া স্টিভ মোট ১৫বার টেস্টে শতরান করে অপরাজিত থেকেছেন জ্যাক ক্যালিস টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শতরান করেছেন তাঁর দখলেও ১৫টি অপরাজিত টেস্ট শতরান রয়েছে টেস্টে সর্বকালের সর্বোচ্চ শতরানকারী সচিন কিন্তু এ তালিকায় শীর্ষে নেই ভারতীয় কিংবদন্তি ১৬টি অপরাজিত টেস্ট শতরান করেছেন শিবনারায়ন চন্দ্রপল ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহকও নন তবে ১৮টি অপরাজিত টেস্ট শতরান করে এই তালিকায় তিনিই এক নম্বরে