আপাতত ভারতীয় টি-টোয়েন্টি দলে নেই শিখর ধবন সাত ইনিংসে ধবন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩৩ রান করেছেন শিখরের থেকে খানিকটা এগিয়ে রয়েছেন জেপি ডুমিনি তিনি ১০ ইনিংসে ভারতের বিরুদ্ধে ২৯৫ রান করেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কুইন্টন ডি'কক চারটি অর্ধশতরানসহ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিপার-ব্যাটার মোট ৩১২ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে ৩১৮ রান করে এই তালিকায় কোহলি অবশ্য বেশ খানিকটা পিছিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম শতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে সুরেশ রায়নার ১১ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট ৩৩৯ রান করেছেন রায়না ডেভিড মিলার ১৫ ইনিংসে একটি শতরান ও দুইটি অর্ধশতরানসহ ভারতের বিরুদ্ধে ৩৭৯ রান করেছেন কিলার মিলারই এই তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার যাকে আসন্ন সিরিজ়ে খেলতে দেখা যাবে মোট ৪২০ রান করে তালিকায় শীর্ষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তবে তিনি বিশ্রাম পাওয়ায় আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে নেই