মহার্ঘ ভাতা বাড়িয়ে কেন্দ্রীয় কর্মীদের বড়সড় স্বস্তি দিয়েছে মোদি সরকার। ১ জুলাই, ২০২২ থেকে মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ করেছে কেন্দ্র।
সূত্রের খবর, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন আরও একটি সুখবর। মহার্ঘ ভাতার পর এবার বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কথাও ভাবছে সরকার।
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, সরকারি কর্মচারীরা যে শহরে কাজ করছেন সেই অনুযায়ী তাদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এটি তিনটি বিভাগে ভাগ করা হয়।
সেখানে জেড ক্যাটাগরির কর্মচারীদের ৯ থেকে ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়।
এর আগে ২৮ সেপ্টেম্বর উত্সবের মরসুমে মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে, মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে।
যা ১ জুলাই, ২০২২ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর করা হয়েছে। যে কারণে এক বছরে খরচ হবে ৬৫৯১ কোটি টাকা।
২০২২-২৩ সালের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩৯৪.২৪ কোটি টাকা খরচ হবে। এই ডিএ বৃদ্ধিতে সরকার তার পেনশনভোগীদের জন্যও মূল্যবৃদ্ধি ত্রাণ বাড়িয়েছে।